বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

স্বপ্ন - ল্যাংস্টন হিউজ (ভাবানুবাদ রি হোসাইন )

তুমিতো জানোই,

যদি স্বপ্ন না থাকে,
জীবন একটা ডানা ভাঙা পাখির মতো
উড়তে পারে না।
তুমিতো জানোই,
যদি স্বপ্ন চলে যায়,
জীবন একটা বরফ জমা মাঠের মতো...
যেখানে আর কোন শষ্য ফলে না


তারপর, চলো বাঁচি, বাঁচার মতো...
স্বপ্ন ভেবে, আমাকে আঁকড়ে ধরোনা...!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন