বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

গ্রীষ্মকাল


বিকাল ঝুলে থাকে বারান্দার রেলিঙে
গরমের দিনে
হাতপাখায় ক্লান্ত হয় আমগাছ
সন্ধ্যা নামার আগে, ঝড়ের সন্ধানে
বেড়িয়ে পড়ে আম কুড়ানি কৈশোর
তুমিতো জানোই,
এই অকাল জুড়ে ক্ষুদামন্দা
শিলাবৃষ্টির তান্ডব জুড়ে
রাতজাগা বিরহের উল্লাস 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন