বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আম পাতার গল্প...

এইমাত্র যে পাতাটা ঝরে পড়লো আমগাছ থেকে
সে আমার বন্ধু ছিলো
আমি ছিলাম কেবল একটা একলা চড়ুই
আমি উড়ে গিয়ে ফিরে আসি
ফিরে এসে উড়ে যাই
তারপর, মমতার বেড়াজাল ছিড়ে
একদিন যেই; উড়ে যাই দূরে...
আমাকেই খুজতে গিয়ে
উড়তে চাইলো সেও
কিন্তু পড়লো ঝরে...
তোমার জানালায় বসন্ত এনে দিয়ে! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন