আলোর মুখোশ খুলে তুমি যখন রাত্র নামো
ঝলমলে কালো শাড়ীর আঁচলে ঢাকো চাঁদ
তারার গন্ধ মাখা মাতাল ছায়া পথ মেলে দিয়ে
তারপর এক ঝাঁক জোনাকির দলবাধা স্বপ্নের হোঁচট
এ অন্ধকার যেনো অনেক বড় ... !!!
আমি ঠিক ঘুম পাড়ানির দলে
একটা দুপুরের মুখোশ খুব যতনে আগলে রাখি
তুমি ফিরে এলে দিতে হবে যে ...
আমি যুবক নয়তো এখন
ফিরে দেখো এই আমি মধ্য বয়েসে!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন