বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আমাকে শোকে ধরেছে

আমাকে শোকে ধরেছে
তীব্র শোকে আমি নুয়ে পড়েছি
আমার নিশ্চল পা,
আমার ঝাপসা দৃষ্টিসীমায়
টকটকে লাল পিচঢালা পথ আর ফুটপাত
কিন্তু আমার শ্রবণশক্তি বেড়ে গিয়েছে
অজস্র চিৎকার আর হাহাকারে
আমি যুদ্ধক্লান্তের মতো বিষণ্ন
সতেরশো লাশের বিনিময়ে
আমার রক্তিম বিজয় উদযাপন
এখনো ফুরিয়ে যায়নি
এ বিজয় বহু দাম নিয়েছে
সতেরো লাশের শোক
সাঈদের শোক, মুগ্ধের শোক
আমাকে শোকে ধরেছে

তবু আমাদের মাথা উঁচু হোক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন