বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

অবসন্তেের গান



এ বসন্ত আমার নয়,

এ বসন্ত তোমারও নয়।

ফুল আছে, তবু পাখিরও নয়।

মরা পাতার খচখচানি, ব্যাকুল বাতাস,

হৃদয় পোড়া দুঃশাসনের হুঙ্কারে আজ

আরম্ভহীন এই ফাল্গুন।

বসন্তই নয়, বসন্ত নয়।


আমের মুকুল, হতাশ বকুল,

কৃষ্ণচূড়ার প্রতীক্ষা নাই।

শিমুল এখন লুকিয়ে ফোটে রাস্তাঘাটে,

প্রয়োজনহীন...

মনের ভিতর রঙবেরঙের

আয়োজন নাই।


এ বসন্ত নষ্ট স্রোতের,

গা ভাসানো জ্বিন-পরীদের,

আলাদিনের দৈত্য পোষা

চল্লিশ লাখ আলিবাবাদের

প্রেম-মুখোশের ভিতর ঠাসা

লালায়িত রাক্ষসদের।


ভাত, কাপড় আর ক্ষুধার কাছে

প্যাডেল চেপে চাকার ভাষা।

হলুদ কাপড়, পাঞ্জাবিটায়

বিব্রত হয় ভালোবাসা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন