হে ফেব্রুয়ারীর পঁচিশ
তুমি কতটা বিভাজিত হও একুশে ফেব্রুয়ারিতে?
হে একুশ,
তুমি কি পরাজিত হও না পঁচিশে?
যে বছর লিপ ইয়ার হয়,
ভগ্নাংশ কতটা বদলায়?
বই নাকি গ্রন্থ?
গুলজার, শাকিল নাকি সালাম বরকত
কোন রক্ত সবুজ কোন রক্ত নীল?
অক্ষর ছাপের শাড়ি পাঞ্জাবি, অভিজাত প্রমিত
যেন ফারাক্কা বাঁধ
আমার কণ্ঠনালীর স্রোত থামিয়ে দেয়।
তারপর, ফেব্রুয়ারি শেষ হয়ে গেলে
ফ্যাসিবাদের তন্ত্ৰ-মন্ত্ৰে বেজে ওঠে
"তোমরা কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না।"
একুশ থেকে পঁচিশের ভ্রমণে
বিব্রত ছাব্বিশ এবং ষোলো।
ওএমএসের চালের দোকানে
ভিড় করা স্বাধীনতার চোখ
শোক দিবসের ল্যাটকা খিচুড়িতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন