ই-স-রায়ে-লের নাগরিকেরা,
তোমাদের জন্য আমার মায়া হয়...
যেভাবে তোমরা তোমাদের রক্তপিপাসু নেতাদের
সমর্থন করে গেছো, ট্যাক্স দিয়েছো,
এমনকি ভোটও দিয়েছো...
এর অর্থ তোমরাও ওই রক্তই পান করেগেছো...
দিনের পর দিন...
এই জন্যে তোমাদের হৃদয়ও পচে গেছে...
আর তাই,
তোমাদের জন্য আমার মায়া হয়
তোমাদের ড্রাকুলার জীবনের জন্য
আমার সমবেদনা..!!!
তোমাদের অভিশপ্ত যাপনের মুক্তির জন্য
আমার প্রার্থনা...!!!
©রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন