বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মানুষেরা আমাকে প্রত্যাশা করেনা



মানুষেরা আমাকে প্রত্যাশা করে না
আমার উচ্চারণ হয়তো চমকপ্রদ নয়
আমার স্থুলকায় শরীরের জন্য
স্থান সংকুলান হয় না অনেক সভায়
মানুষেরা আমাকে প্রত্যাশা করে না
আমার নিমন্ত্রণের দিনে তাদের অনেক ব্যস্ততা
তারা উৎসব আর আয়োজনে ভরা থাকে
সম্ভবত আমার ভালোবাসা পর্যাপ্ত নয় এসব থেকে
ভালোবাসা ভাগ হয়ে যেতে পারে,
সে উৎকণ্ঠায় আমার ছাদও ভারি হয়ে থাকে
এইসব বাদ দিয়ে
যখন বারান্দায় যাই
আমাকে ঘিরে ধরে একঝাঁক চড়ুই
কতদিন দেখে না আমায়
কত ডাকে আসি না আমি
এইসব শোনায়
ঘর থেকে বের হতে রাস্তায়
কুকুর দম্পতি ছুটে এসে জানায়
চারপাশ জুড়ে আছে আমার অপেক্ষায়
শহুরে চাতক খুঁজে গেছে কয়েকবার
বহুদূর থেকে দোয়েলও এসেছিলো
টিয়া পাখি ঝাঁক নিয়ে উড়ে যায় প্রতিদিন
কাকের বাসা বেড়েছে আম গাছের ডানায়
ডাস্টবিনের কোনায় যে বিড়াল থাকে
কত শত লাথি আর দৌড়ানি জমিয়েছে পশমে
এবার আদর দিতে হবে তাকে
মানুষেরা আমাকে প্রত্যাশা করে না
আমাকে প্রয়োজন নেই তাদের কারোই
আমাকে প্রত্যাশা করে কেবল কুকুর, বিড়াল, চড়ুই
```
©রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন