বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আর সব রূপকথার পরে

আমি চাই বদলে যাক পৃথিবীর ভাষা
কাক ডাকুক সুসংবাদের শব্দে
বেড়ালের কণ্ঠে থাকুক শুভকামনা
কুকুরের ডাকগুলো সুমধুর গান হয়ে যাক
একলা শাকিল আবার দল বাঁধুক...
পিচের রাস্তাগুলো হয়ে যাক
পাহাড়ী জলাধারা, ঝর্ণা হয়ে ঝরুক
মানুষগুলো মাছ হয়ে যাক
অথবা, মৌমাছি হয়ে উড়ুক
চড়ুইদের ভাষা হোক সার্বজনীন
টিয়াপাখির ঝাঁক দেখা যাক
সকাল, দুপুর, সন্ধ্যায়
উড়োজাহাজগুলো শঙ্খচিল হয়ে
ঘর বাঁধুক সুমাত্রাদ্বীপে
বন্ধুত্ব হোক পাথরের সাথে বৃষ্টির
একে অপরকে কথা দিক, শিলাবৃষ্টি আর হবে না
বরফের দেশে গিয়ে চন্দ্রিমা দেখুক প্রজাপতিরা
নেকড়ে কিংবা মরুভাল্লুকের গা থেকে
ভেসে আসুক স্বর্গের সুবাস
মৌমাছির গুঞ্জনের মত হোক বাঘের চিৎকার
ভয়হীন, জরাহীন এবং স্বতঃস্ফূর্ত
আর সব রূপকথার পরে...

পৃথিবীটা মৌমাছি অথবা মাছেদেরই হয়ে যাক...


© রি হোসাইন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন