আমাকে দু:খ দিওনা
বিনিময় তুমি সইতে পারবে না
হয়তো পাথর হয়ে যাবো
তবে এটা চুড়ান্ত নয়, আমি নদী হতে চাই,
সেই জন্য যতটুকু দরকার
ততটুকু পর্যন্ত দিলেও
যা ফেরত পাবে;
সেটা বহন করা তোমার পক্ষে সম্ভব নয়
যে যেখান থেকে যতটা দু:খ দিয়েছে
সবটাই সাজিয়ে রেখেছি
এখনো জমা আছে আমড়া গাছের বিদায়
যার সাথে রোজ বিকেলে কথা হতো
হারিয়ে গিয়েছিলো ঢোড়া সাপ
যে আমার প্রথম বন্ধু ছিলো
আমার নির্জন দুপুরের পবিত্র রোদ
একদিন জ্বলেপুড়ে কপালে দিয়েছে ছোবল
সবটাই সাজিয়ে রেখেছি,
আর এই বিষাদপূর্ণ হৃদয় নিয়ে
তোমাকে চেয়েছি, কেবলই
আমাকে দু:খ দিওনা
বিনিময়ে আমার সবকিছু তোমার হয়ে যেতে পারে
এই ভার কি আর, তোমার
আনকোরা হৃদয় নিতে পারে... !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন