যখন ঝড়বৃষ্টি হয়
তার পর আয়েস করে এক কাপ ঘন দুধের চা
তারপর কবিতা? না, না গান?
না, গানও না
আমার যে মাতাল নেশাটা পায়
তা কেবল তুমি
এরপর তুমি এলে, ঝড়বৃষ্টি
ঝড়.... তারপর
বৃষ্টি... তারপর
তুমি... তুমি....
তুমি এলে চুলায় গ্যাস থাকে না
ফ্রিজে দুধ থাকে না....!!!
কেবল তুমি,
তুমি আর তুমি
ঝড়বৃষ্টি থেমে গেলে
কেনো জানি তুমি থাকো না....
এক কাপ বিষাদ চায়ের চুমুক
জুড়ে থাকে তোমার কল্পনা
© রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন