আমি নিম গাছের কাছে
আম গাছের গল্প বললাম
যে মুকুল ঝরে গেছে তার হয়ে...
কোন দিন হয়নি সাক্ষাৎ
নিম ফুলে - আমের মুকুলে
যে দু:খ দিয়েছে দমকা বাতাস
নিম ফুলে দুলে গেলো সেই হাহুতাশ
যেনো তারা বন্ধু ছিলো
নিম ফুলও ঝরে গেলো বসন্ত বাতাসে
এইবার দেখা হবে ধুলাবালি মিলেমিশে
নিম ফুলে - আমের মুকুলে
ইতিহাস হয়ে যাবে সহ-মরনে
আহা, তারা বন্ধু ছিলো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন