তখন আমি গাছ হতে চাইলাম
যার কোন শব্দ নেই,
কিন্তু কী বিস্ময়কর ভাবে
তোমাকে জড়িয়ে জাপ্টে রাখা যেতো
সুশীতল ছায়ার আলিঙ্গনে
তারপর; আমি যদি গাছ হই
আমার পাতা ঝরার শব্দেও
তুমি কি বিব্রত হবে?
কিংবা নদী হয়ে গেলে,
জলের কলকল শব্দে
বিক্ষিপ্ত হয়ে যাবে তোমার মন
তোমার সাথে কথা বলার সময়
আমি ভাববো কি করে....
আমার ভাবনাযন্ত্র কি তখন বৃক্ষের মত নয়?
আমার মননে মগজে কি নদী বয়ে যায় না?
© রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন