ষোলো কোটি দুঃখের পরও
যে সুখটা আমার ছিল
তুমি আজ সেটা কেড়ে নিলে
যে বিশ্বাসটা আমার ছিল
তুমি আজ সেটাও ভেঙে দিলে
ষোলো কোটি মৃত্যু নিয়ে
আমি এক বিষাদ রেললাইন
আমার সমান্তরালে রুদ্ধশ্বাস ঘৃণা
আমার ইতিহাস জুড়ে
আরও একটা পরাজয় লিখে দিলে
হে মাটি,
হে স্বদেশ,
তুমি কি আমার ছিলে?
হে আমার মা
তুমি কি কেবল ষোলো কোটি কাপুরুষ জন্ম দিয়েছিলে???
© রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন