আমি ঘুমিয়ে পড়লে যদি ফিরে আসে ফ্যাসিস্ট
লুট করে নেয় আমাদের স্বপ্ন
ওদের চেষ্টা তো থেমে নেই
এখনো আমার ঘুম নেই
আমার সময় থমকে গেছে
আমাকে অনেক কিছু করতে হবে
ভোরের সূর্যটার সাথে খেলতে হবে
দুপুর বানাতে, বিকেল আঁকতে হবে
আর রাতের আয়োজনগুলো ছড়িয়ে দেবো
প্রতিটি স্বপ্নবাজের চোখের ভিতরে
আমাকে অনেক কিছু করতে হবে
সাঈদের বুক থেকে বুলেট বের করতে হবে
মুগ্ধর পানির বোতল নিয়ে বেরিয়ে পড়তে হবে চতুর্দিক
সঞ্জীবনী ফোঁটায় আজীবনের তৃষ্ণা মিটে যাবে
বাংলাদেশের
আমাকে অনেক পথ যেতে হবে
প্রতিটা বুলেটের হিসেব নিতে হবে
প্রতিটা অশ্রুর জবাব
প্রতিটা কান্নার ভিতরের হাহাকার ফিরিয়ে দিতে হবে
এখনো আমার ঘুম নেই
তারপর,
আমাকে উঠতে হবে নতুন উচ্চতায়
যেন হিমালয়ও খুব ছোট দেখায়
আমার মানবিক বোধ আর বৈষম্যহীন যাত্রায়
হাতে হাত রাখবে বাংলাদেশ অবলীলায়
©রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন