শৈশব থেকেই ভ্রাম্যমাণ জীবন যাপন করি
এর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্ন আমাকে শুনতে হতো
তা হলো, কোথায় তোমার বাড়ি?
আমার উত্তর ছিল একেক সময় একেকটা
কখনো বিক্রমপুর, সান্তাহার
কখনো শ্রীমঙ্গল অথবা রংপুর
শৈশব থেকেই ভ্রাম্যমাণ জীবন যাপন করি
আর
মা যখন যেখানে থাকেন
আমি সেখানেই বসবাস করি
মা-ই আমার বাড়ি
© রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন