কেন কোনো দিন ঘুম ভাঙে খুব সকালে
কাকদের ডাকে?
ওরা কিছু সুসংবাদ দিতে চায়; আমি নিই না।
আমি আবার ঘুমানোর চেষ্টা করি,
কেবল মনে হয়
কাকের ডাকে ঘুম ভাঙলে দিনটা খারাপ যায়।
একটা ভালো দিনের অপেক্ষায়
কত শত সুসংবাদ ফিরিয়ে দিলাম,
সুন্দর সকালগুলো দেখা হয় না কত কাল!
প্রতিদিন এভাবেই নষ্ট দিনের শুরু হয়।
একটা ভালো দিনের অপেক্ষায়
এলোমেলো বিছানায়
কেবলই কাকদের অভিশাপ ছড়িয়ে যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন