রোজ সকালে গাছে পানি দাও
আমাকে দেওনা
আমার তাই শিকড় গজায় না
আর তাই আটকে থাকিনা টবে কিংবা বিছানায়
পাখি হয়ে উড়ে যাই,
প্রতিদিন খাবার দাও পাখিদের
আমাকে দেওনা
আর তাই ফিরে আসি বিছানায়
শিকড় খুজে বেড়াই
পাখির বদলে
নিজেকে ঘাস ফুল ভাবি
এইভাবে
রাত কাটে, সকাল যায়
দুপুর জ্বলে বিকেল হয়
ব্যাকুল সন্ধ্যা পেরোয়
আমার অপেক্ষা
ছড়িয়ে ছিটিয়ে যায়
সারা ঘর, বারান্দায়
মশারীর কোনায় কোনায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন