বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বাঁচতে ইচ্ছে হচ্ছে না

মানুষ হয়ে জন্মানোর অপরাধবোধে
বাঁচতে ইচ্ছে হচ্ছে না...
হাহুতাশ প্রেম দ্বিধাহীন ব্যভিচারে
আটকে গেছে ব্যর্থ মানচিত্রের কারাগারে
আমার আত্মস্বীকৃত আধুনিকতায়
পৃথিবীর আয়ুকাল কতটা বাড়ছে
আত্মাহুতির উড়ালে উইপোকা আর প্রজাপতি
সবকিছুর হিসেব রাখছে...
প্রশ্নবিদ্ধ সভ্যতার আড়ালে
যে বর্বরতার চর্চা আমার ভিতরে
চড়ুই পাখিরা কি আমাকে সভ্য মনে করে?
কাঠবিড়ালি কিংবা শালিক...
আমার নির্বোধ নৃত্যের তালে
এখন মৌমাছির উপহাস ছাড়া
আর কোন আনন্দ নেই..

© রি হোসাইন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন