বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

কৌতুক



এক পকেট বিক্ষোভ নিয়ে
অনুমতির অপেক্ষায়…
বসে আছি
সাজানো বুট থপথপে চেয়ে আছে,
জড়ো করে রাখা রাইফেল,
বুলেটের ভাণ্ডার যার পাশেই,
যেখানে রক্ত, বমি আর পায়খানা
তারা আমাকে দেখে হাসছে…

আর, এক কলম বিদ্রোহ নিয়ে
আমি মিনমিন করে কবিতা লিখি
আমি জানি না
কবিতা লেখার অধিকার
আমাকে কে দিয়েছে?

রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন