বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

তরকারি



তোমার হাতের পাতায়

জুড়ে থাকে ইলিশ মাছের ঘ্রাণ

এ কি আষাঢ় নাকি শ্রাবণ?

প্রজাতির রঙ ছড়িয়ে উড়ুক্কু পুঁইডগা

অথবা এ কি ফাল্গুন!

তোমার আলতা জোড়া পায়ে

আমার ক্ষুধারা গান গায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন