বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

উত্তর



আমি আমার লাশের কাছে প্রশ্ন করলাম
কিভাবে প্রতিশোধ নিবে?
বললাম,
আমার আত্মা মিছিলে মশাল হবে,
বিপ্লবী পাটকেল আর
লাল সবুজের পতাকা বাধা লাঠি!
প্রতিশোধ নিবে আমার চোখ,
এক দৃষ্টিতে চেয়ে থাকবে হত্যাকারীর চোখে,
ভয়ংকর শীতল...
আমার রক্ত
ভাসিয়ে দেবে স্বৈরাচারের পায়ের তলার মাটি...
© রি হোসাইন

জুলাই অভ্যুত্থানের সময় লেখা কবিতা -
২৮এ জুলাই ২০২৪ এ লেখা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন