এলোমেলো প্রেম ছিটিয়ে
প্রতারক সূর্যটা দুপুর ডেকে আনে
বিব্রত উত্তাপ খেতে চায়
তারপর ফিরে আসা সন্ধ্যার সুখ
তোমাতেই পরাজিত হয়
যতবার সূর্যটা প্রতারণা করে যায়
প্রতিবার প্রেয়সী আমার;
অন্ধকারের বর দিয়ে যায়...
এবং রাতের শান্ত ছায়া
মিলেমিশে যায় প্রেম আর ক্ষুধায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন