কাল খুব সকালে কত্তার কাচারি ঘরে যাতি হবে.. কত্তার মন ভালো থাকতে থাকতেই... কখন জানি আবার কত্তার মন উল্টি যায়... আমেনার মা; রাইতের ভাতে দুইমুঠ চাইল বাড়িয়ে দিও আর ভাতে পানি দিও.. বেয়াইন্নাকালে পেয়াজ মরিচ দিয়ে মাখায়ে পান্তা খেয়েই দৌড় দেবানি... এইবার শিলাবৃষ্টিতে পেয়াজ পচিছে.... সক্কাল সক্কাল না গেলি পিঠে চাবুক পরবিনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন