আমার বাবা যেন একটা পোষা বিড়ালের মতো।
খুব অল্প বয়সেই আমি তার প্রভু হয়েছিলাম।
তিনি আমার নিয়ন্ত্রণে ছিলেন না।
তিনি আমাকে ভয় পেতেন।
কখনো মারাত্মক হিংস্র, কখনো নতজানু।
কামড়ানো, কিংবা আঁচড় কাটার মতো
এমন অনেক কিছুই,
আর আমি সস্নেহে সব সয়ে গেছি।
বাবা দিবসের বাবারা যেমন হয়,
আমার বাবা তেমন ছিলেন না।
তারপরও তিনি আমার বাবা ছিলেন।
তার আরও যারা সন্তান,
তিনি সবার কাছে একরকম ছিলেন না।
আমার সৎ ভাই,
আমি মনে করতাম সে আমার বাবার খুব কাছের।
ঠিক আমার আরেকটা পোষা বিড়ালের মতো।
আমার সৎ মা, সৎ বোনেরা,
তারাও যেন বিড়াল।
আর আমি, একপাল বিড়ালের পালক।
আমার মা,
আমার ভাইবোন,
তারা দ্বিধাবিভক্ত,
তারা এখনো জানেন না, কোন দলে।
বিড়াল নাকি বিড়াল পালক।
বাবা দিবসের বাবারা যেমন হয়,
আমার বাবা তেমন ছিলেন না।
তারপরও তিনি আমার বাবা ছিলেন।
আর তাই
বিড়ালের প্রতি আমার আগাধ ভালোবাসা।
© রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন