বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

অভিশাপ -২


আমার দাঁড়িয়ে থাকা পছন্দ নয় কাকের
সোনালুর ডাল জুড়ে তার সাম্রাজ্যের
একটা অভদ্র সকালের পড়ন্ত অকাল
যেনো সবুজ রোদ, সূর্যটা মাতাল
হেকে হেকে কাক ডাকে চড়ুই বিলাপ
আমিতো বন্ধু সূর্যকে দেয়া তোমার অভিশাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন