বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

শিক্ষক (ছোট গল্প)

আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছে রাস্তার একটা আহত বিড়াল, যার আস্ত ঘাড়টাই খুবলে নিয়েছিল রাস্তারই আরেকটা কুকুর। বিড়ালটির বয়স তখন অনুমানিক ৬ মাস... রাস্তার ছেলেরা সেই অবস্থায় বিড়ালটির সাথে নিষ্ঠুর খেলা খেলছিল। আমি তাকে সাহায্য করতে গিয়েও করতে পারিনি। বিড়ালটি আমার সাহায্য নেয়নি। এমনকি কারোই সাহায্য নেয়নি। আমরা সবাই ভেবেছি, এ বিড়াল বাঁচবে না... এরকম হলে বাঁচার কথা নয়। তারপরও দিনের পর দিন দগদগে ঘাড় নিয়ে... কতবার আমরা খাবার দিয়েছি... খায়নি... আমরা সবাই ভেবেছি, এ বিড়াল বাঁচবে না।

তিন বছর পর্যন্ত ঘাড়ে দগদগে ঘা... তারপরেও রুগ্ন বিড়াল ছুটে বেড়িয়েছে... ইঁদুর ধরেছে... সাড়ে তিন বছর পর থেকে ঘা নেই... শুকিয়ে গেছে... এখন স্বাস্থ্যও হয়েছে...
ওর ঘাড় খুবলে নেওয়া কুকুরটির সাথে এখনো তাকে দেখা যায়... অসহায় নয়... সমতায়...
রাস্তার সেই বিড়ালটিই আমার শ্রেষ্ঠ শিক্ষক...!!! যে এখনো আমার দেওয়া খাবার খায় না।
© রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন