মগজের ইজারাদারেরা দিয়েছেন আশ্বাস
সাপের পেটের ভিতরে তাপানুকুল নি:শ্বাস
শুকিয়ে যাওয়া ঘামে লেপ্টানো দি:র্ঘশ্বাস
ছুটে চলা ক্ষুধার আলৌকিক বিশ্বাস
দুই-তিন বেলা ভাতের বদলে
চার-ছয় বেলা স্বপ্ন খাই
তারপর বদহজম হলে
ক্যান্টরমেন্টের দেয়ালে
বহুমুত্রের পাতা উল্টাই...!!!
তারপরে
ঘুমাতুর জুয়ার বাক্সে
গ্যালারি ঢেউ আচড় কাটে
অথবা
হলুদ পাতা জুড়ে থাকা
ন্যাংটা নাটকে
মগজ দখলের লড়াইয়ে
আমি যুদ্ধ বুঝিনা বাবা...
আই হেইট পলিটিক্স
বাবু ফুচকা খাবা???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন