সেটায় যে যাদুকরী সুর ওঠে,
তাতে মুগ্ধ হয়ে যায় ট্রাম্প, মোদি, পুতিন, সিসি,
এমনকি বিন সালমানও।
সম্ভবত বাঁশিটি রোমের সম্রাট নিরোর থেকে পাওয়া।
বাঁশির সুরে হ্যামিলনের শিশুদের মতো,
গাজায় আছড়ে পড়ে লক্ষ লক্ষ বোমা।
পৌরাণিক রোমের মতো ফিলিস্তিন জ্বলে যায়,
কান্না আর হাহাকারের উৎসবে মেতে ওঠে বিশ্ব।
নিন্দার ঝড়, আর লোক হাসানো বিক্ষোভ,
নেতানিয়াহুর বাঁশি কেবল সুর তুলেই যায়।
জাতিসংঘের কাছে বাঁশিটি সাপুড়ের বীণ হয়ে যায়,
আর নেতানিয়াহু সেই বাঁশিটি বাজিয়ে,
জাতিসংঘকে সাপের মতো নাচায়....
©রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন